হাওজা নিউজ এজেন্সি: ৯ দেই (৯ Dey) দিবসের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের জনগণকে রক্ষা এবং যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বিবৃতিতে বলা হয়, ইরান সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে একযোগে ইরানি জনগণের “পবিত্র ঐক্য”-এর প্রতি অনুগত এবং ৯ দেই-এর ঐতিহাসিক চেতনায় প্রতিফলিত অঙ্গীকারের প্রতি অবিচল রয়েছে।
বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে সেনাবাহিনী জানায়, সাহসী ইরানি জাতিকে রক্ষা করতে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামি শাসনব্যবস্থা সুরক্ষিত রাখতে আগের যেকোনো সময়ের তুলনায় তারা এখন আরও বেশি প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রজ্ঞাবান নেতৃত্বে পরিচালিত হয়ে ইরান সেনাবাহিনী শত্রুদের মোকাবিলায় পাহাড়ের মতো অটল ও দৃঢ় অবস্থানে রয়েছে।
বিবৃতির উপসংহারে সতর্ক করে বলা হয়, শত্রুদের যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের জবাব হবে কঠোর ও ধ্বংসাত্মক।
এদিকে, এর আগে সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক পৃথক বিবৃতিতে জানায়, তারা দেশ ও জনগণের কোনো ধরনের ক্ষতি হতে দেবে না।বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষ নতুন করে কোনো আগ্রাসী কর্মকাণ্ড চালালে তার জবাব আগের চেয়ে আরও শক্তিশালী, কঠোর ও ব্যাপক হবে।
৯ দেই দিবস উপলক্ষে দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগী সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং জনগণের সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। তারা যে কোনো সময় ও যে কোনো স্থানে উদ্ভূত হুমকির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের প্রতিরক্ষার দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
আপনার কমেন্ট